চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচন: মোরশেদ-সানাউল্লাহ-আজাদ পরিষদ পরিচিতি সভা সম্পন্ন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচন ২০২৪ উপলক্ষে (১৫ ডিসেম্বর) রোববার নগরীর কাজীর দেউরী অফিসার্স ক্লাবে দেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচনে করোনা সম্মুখ যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন- অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ- মোহাম্মদ রেজাউল করিম আজাদ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ডা. মোহাম্মদ ফারভেজ ইকবাল শরীফ, ডাঃ এ.কে. এম ফজলুল হক, জেনারেল সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সৈয়দ মোঃ আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার প্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার প্রার্থী লায়ন এস. এম কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী প্রার্থী ডাঃ ফজল করিম বাবুল, ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউছুফ, ইসি মেম্বার প্রার্থী মোহাম্মদ আবুল হাসেম,ডাঃ মোহাম্মদ আব্বাস উদ্দিন, ডাঃ মোহাম্মদ ইউসুফ, ডাঃ মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, তারিকুল ইসলাম তানভীর, ডাঃ মোহাম্মদ বেলায়ত হোসেন ঢলী, ডাঃ এটিএম রেজাউল করিম, ডাঃ শাহ নেওয়াজ সিরাজ, মোহাম্মদ সাইফুল আলম, ডাঃ মোহাম্মদ সরোয়ার আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস- প্রেসিডেন্ট (ডোনার) ডাঃ কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাহিদুল হাসান। নেতৃবৃন্দ আগামী ২১ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে হাসপাতালের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপরোক্ত প্যানেলকে বিজয়ী করার আহবান জানান।