চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কসাই মনির আটক

চট্টগ্রামের কোতোয়ালি ও রাঙ্গুনিয়া থানার মামলাভুক্ত এক আওয়ামী লীগ নেতাকে নগরের বাসা গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পু‌লিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন কোতোয়ালী থানার ও‌সি আবদুল ক‌রিম। ধৃত আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

গতকাল মঙ্গলবার নগরীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পু‌লিশ। তার বিরুদ্ধে কোতোয়ালি ও রাঙ্গুনিয়া থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।‌

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার নাম মনির আহমেদ প্রকাশ কসাই মনির। সে রাঙ্গুনিয়ার চান মিয়ার ছেলে।