পার্বত্যাঞ্চলে শিক্ষা বিস্তারে কাপ্তাই সেনা জোনের শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): পার্বত্যাঞ্চলে শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর অনন্য উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাই সেনা জোন সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। শিক্ষার এসব উপকরণ পেয়ে শিক্ষার্থী ও তাদের পরিবার আনন্দিত।

এছাড়া, সেনাবাহিনী পরিচালিত রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান “শিশু নিকেতনে” আসন সংখ্যা বৃদ্ধি ও ভর্তি ফি কমানোর ঘোষণা দিয়েছে কাপ্তাই জোন। সেনা জোনের এমন পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এতে পার্বত্যাঞ্চলে শিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে বলে তারা আশা করছেন ।
কাপ্তাই জোনের উপ-অধিনায়ক ও স্কুলের তত্ত্বাবধায়ক মেজর ফয়েজ আহমদ, পিএসসি, পদাতিক বলেন, সবার জন্য শিক্ষা- এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে জোন কমান্ডার শিশু নিকেতনের আসন সংখ্যা বৃদ্ধি এবং ভর্তি খরচ হ্রাস করেছেন। আমাদের লক্ষ্য হলো- প্রত্যেক শিশু যেন মানসম্মত শিক্ষা পায়। তাই শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে জোন কমান্ডার্স স্কলারশিপ পুরস্কার বিতরণী, মনোজ্ঞ ডিসপ্লে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এটি প্রথমবারের মতো কাপ্তাইয়ে আয়োজিত হচ্ছে এবং তাতে অংশ নেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্যাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় অভিজ্ঞ মহল।