চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার(২ ডিসেম্বর) দুপুর ২টায় নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আগামীকাল মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকাল ৯টায় শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
সিইউজের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক নেতা মাহবুব উল আলমের ইন্তেকালে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।