চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা, দেশিয় অস্ত্র, মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়েছে।
আটককৃত মো. খোকন (২৯) উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. জামালের ছেলে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে জুঁইদন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি টহল দল।
আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, ইয়াবা বিক্রি ও সেবনের সময় খোকনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে একজন নিয়মিত মাদক সেবনকারী ও কারবারি। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক মামলা রয়েছে।
জব্দকৃত মালামালসহ খোকনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ক্যাম্প কমান্ডার।