সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি। সৈয়দ রেফাত আহমেদ।

মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন তারিখে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।