চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার ৫ শত টাকা জরিমানা করে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়,উপজেলাস্থ ব্রিজঘাট বাজার এ বাজার মনিটরিং এর লক্ষ্যে মাসুমা জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার, কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বেকারী পণ্যে উৎপাদন এর তারিখ অগ্রিম তারিখ প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় তালিকা না থাকায় হোসেন ফুড বেকারিকে ৫০ হাজার টাকা, ডিলিং লাইসেন্স না থাকায় রেখা গোল্ডকে ২ হাজার, সাদমান এন্টারপ্রাইজকে ২ হাজার , কর্ণফুলী ক্রোকারিজকে ১ হাজার ৫ শত মূল্য তালিকা না থাকায় মাহফুজ কনফেকশনারিকে ২ হাজার টাকা; ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার,মাসুমা জান্নাত বলেন, অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্য তালিকা প্রদর্শন,১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণ পূর্বক অত্যাবশকীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ(সিএমপি) ও আনসার সদস্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এই বিষয়ে তিনি আরও বলেন নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে,এবং ৫ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার ৫শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেন তিনি জানান।