কাপ্তাইয়ে গাঁজা সহ মাদক পাচারকারী গ্রেপ্তার

কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ মোঃ জাকির হাসান নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে কাপ্তাইয়ের রেশম বাগান ফরেনার্স চেকপোস্টে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হাসান, পিতা- মৃত মজিদ মিয়া, সাং- প্রতাপপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভা ওসি মোঃ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ হারুনুর রশিদ, এএসআই রবিউল আলম, মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেপ্তার করে। এসময় আসামীর সাথে থাকা দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এব্যাপারে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু শেষে বুধবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।