1. আক্রান্ত ৫০ হাজার লক্ষ্যমাত্রা অর্জনে কাল থেকে শপিংমল খুলছেঃ হাল ছেড়োনা বাংলাদেশ M.q. Lovelu
2. চলুন আলো ঝলমল শপিং সেন্টারে গিয়ে রঙিন ব্যাগভর্তি
মৃত্যু কিনে নিয়ে আসি। Mamun Abu Musa
3. অন্তত এই রোজাটা মানুষকে ঘরে আটকে রাখা উচিত ছিল। মার্কেট ও দোকান-পাঠ খোলার সিদ্ধান্ত আত্মঘাতি। ‘ঘর লেপে দুয়ারে আছাড়’ খাওয়ার মতো অবস্থা। আর ক’টা দিন দোকান-পাঠ মার্কেট বন্ধ থাকলে কী এমন ক্ষতি হতো। উৎপাদনের স্বার্থে শিল্প-কারখানা গার্মেন্টস খুলে দেওয়াটা যতটা যৌক্তিক, ঈদের অজুহাতে দোকান-পাঠ মার্কেট খোলার সিদ্ধান্ত ঠিক ততটাই অযৌক্তিক। অবিবেচনাপ্রসূত। সরকারের মধ্যে ব্যবসায়ির সংখ্যা বেশি। তাই তাদের স্বার্থই রক্ষা করা হচ্ছে হয়তো। পুরনো কাপড় পড়ে ঈদ করলেওতো হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার মার্কেটে যাব না। আগে জীবন তারপর আনন্দ।
ছবিতে নিজের ও পরিবারের সদস্যদের করোনা কাল যাপনের কিছু মুহূর্ত। Shahidullah Shahriar
4. করোনায় এত বিধিনিষেধের দরকার কি, জীবনের জন্য বন্ধ করে আবার সংক্রমণের চূড়ায় ওঠার সময় সব শিথিল করে দেয়াটা কতটুকু বিবেচকের কাজ বুঝি না, এ নিয়ে নীতি নির্ধারক পর্যায়ের লোকজনের কোন পর্যায় থেকে হেলদোল নেই, বিচিত্র এই দেশ মিন্টু চৌধুরী
5. এত দিন কষ্ট করে লকডাউনে থাকা মানুষ গুলোর শ্রম হয়ত শেষ পর্যন্ত বৃথা হতে চলছে মনে হয়,,,,? Nur Muhammad Rana
6. মার্কেট খোলার খবরে যারা মনের আনন্দে কাপড়-ছোপড় কেনার প্লান করছেন তাদের শপিং লিস্টে কাফনের কাপড়ও রাখা উচিৎ! বলাতো যায় না মার্কেট ফেরতদের কোন কাপড় আগে দরকার পড়ে! Sohel Sarwar
7. দেশের সাধারন নাগরিক হিসাবে আমার ব্যক্তিগত মত হলোঃ করোনা ভাইরাসের কারনে আমাদের সামনে ২টা অপশনঃ-১) জনগনের নিরাপত্তার জন্য প্রয়োজনে কারফিউ দিয়ে শতভাগ কার্যকর লক ডাউন। ২) আল্লাহর উপর নির্ভর করে সবকিছু খুলে দেয়া,অর্থাৎ সবকিছু জনগণের ইচ্ছার উপর ছেড়ে দেয়া। কিছু খোলা, কিছু বন্ধ কিংবা সীমিত আকারে কিছু কিছু উম্মুক্ত থাকবে–এই রকম আত্মঘাতি সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে। Md Enamul Hoque
8. কথা হইলো “মরবি যখন ‘শপিং’ করে মর”!আবু আজাদ
9. বাঁচা জরুরি নাকি
ঈদ বাজার জরুরি। Reza Mozammel
10. হাত ধুয়ে শপিংমলে যেতে পারলে প্রার্থনালয়ে কেন নয়? ঈদ-কেনাকাটা কী ইবাদত ও জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ!? Joinal Abedin
11.মাথায় ধরে না রে ভাই, গণপরিবহন বন্ধ, শপিংমল খুলছে। স্কুল বন্ধ, সাধারণ ছুটি বাড়ল, কিন্তু পোশাক কারখানা খোলা। সরকার কি করতে চাইছে? Mohammed Rafique
12. মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তটা বড়োই আত্মঘাতী হয়ে গেলো পূনঃবিবেচনা করা যায় কি’না দেখুন Shahidul Alim
13. লক ডাউনের ফলটা শূন্য হয়ে যাবে!
মার্কেট ও দোকান খোলার সিদ্ধান্ত আমাদের ঘরে থাকা বৃথা হল। Ln Md Abu Saleh
14. ভালোই তো, এবার ঈদ কেনাকাটার সাথে আপনজনদের জন্য মৃত্যু পরোয়ানাও (করোনা) ঘরে নিয়ে আসা যাবে!
Mizanul Islam
15. মরবি যখন মার্কেটে গিয়ে মর জানাজা ছাড়া মর আত্নীয় স্বজন ছাড়া মর বেওয়ারিশ লাশ হয়ে মর Abdul Gaffar Meyazi
16. মসজিদ বন্ধ, মন্দির বন্ধ, প্যাগোডা বন্ধ, গীর্জা বন্ধ, হজ বন্ধ অথচো কারখানা খোলা, শপিংমল খোলা। কি হাস্যকর নীতির ভেতর বসবাস করতে হয়। স্বাস্থ্যবিধি মেনে খোলার সিদ্ধান্ত দেয়া হয়েছে কারখানা, শপিংমল।
এখনতো সবাই দাবী করতেই পারে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনালয় আর গণ পরিবহন খুলে দিলেই চলে। মরতে হবেই। এই মৃত্যুপুরীতে আর বেশিদিন বাঁচার সাধ জাগে না। Foridul Islam Nirzon
17. খুব টেনশনে ছিলাম কখন মার্কেট খুলবে, কখন মার্কেট খুলবে। মার্কেট খোলার ব্যাপারে সরকারের আদেশে মনে হচ্ছে ঈদের চাঁদ হাতে পেয়েছি। মরার আগে একবার শপিংয়ে যেতে পারবো। এরচে খুশির আর কিছু নেই।
হুদাই গত কদিন মানুষকে ঘরে থাকুন, ঘরে থাকুন বলে চিল্লাইছি। সবকিছু ছিলো অতিশয় আবেগে ভরা। এসবের রেজাল্ট শূন্য। আমরা বড় লোকের গুটির মতো ইউজ হয়েছি।
অতএব, আসুন সামাজিক দুরত্ব বজায় রেখে দলে দলে শপিংয়ে যাই।
পুনশ্চঃ বাংলাদেশে করোনা কিছু করতে পারবেনা আমাদের। অভ্র ম. মোরশেদ