৪ মে সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে মহল্লার শহীদ জানে আলম সড়কে মুরাদপুর জামে মসজিদের সাবেক সভাপতি প্রবীণ সমাজ হিতৈষী মরহুম হাজ্বী সেকান্দর মিয়ার পরিবারের পক্ষ হতে অসহায় কর্মহীন মধ্যবিত্তদের মাঝে শতাদিক মানুষদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মরহুমের পরিবারের পক্ষে স্থানীয় ৮নং ওয়াড যুবলীগের সহ-সভাপতি তরুণ সমাজসেবক মোঃ নরুল আমিন মনি। এ সময় উপস্থিত ছিলেন মুুরাদপুর মহল্লা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তসলিম খাঁঁ, মোহাম্মদ সাঈদ, তাহিম, সাকিব, রাহাত, জসিম, সোহান, ইমরান, তাসভী, কামাল উদ্দিন সোহেল, মোঃ তারেক, রমজান ও রানা প্রমূখ। বিতরণকারে সমাজসেবক নুরুল আমিন মনি বলেন, “কর্মহীনরা আমাদের বোঝা নয়, তারা আজ পরিস্থিতির শিকার। তাদের পাশে থাকা সকলের প্রয়োজন”। প্রেস বিজ্ঞপ্তি