রাউজানে পাহাড় ও টিলা কাটার মহোৎসব

শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর আশ্রম, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপরিতে, মহামুনি, বহলপুর, শাহেদুল্ল্রাহ কাজী পাড়, কদলপুর ইউনিয়নের দক্ষিন জয় নগর বড়ুয়া পাড়া, ভোমর পাড়া, কমলার টিলা, দক্ষিন শমশের পাড়া, শমশের পাড়া, কালকাতর পাড়া, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রাণি পাড়া, শমশের নগর, ভোমর ঢালা, জয়নগর বড়ুয়া পাড়া, রশিদর পাড়া ,মুখছড়ি, কাজী পাড়া, চিকনছড়া, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান রাবার বাগান, পশ্চিম রাউজান, জঙ্গল রাউজান, আ্ইলী খীল, ওয়াহেদের খীল, দাওয়াত খোলা, ২নং ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, কলমপতি, সুড়ঙ্গা, নাধামধব পুর, সিংহরিয়া, ১নং হলদিয়া ইউনিয়নের বানারস, বৃকবানপুর, গলাচিপা, বৃন্দ্বাবনপুর, জারিপাথর, এয়াসিন নগর, শিরনী বটতল, হলদিয়া শিরনী বটতল, হলদিয়া রাবার বাগান, ডাবুয়া রাবার বাগান ওয়াহেদ্যা খীল, উত্তর আইলী খীল এলাকা পাহাড় টিলা ছিল পচ্রর পরিমান। গত দেড়যুগ ধরে পতন হওয়া আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয় দিয়ে এসব এরাকায় পাহাড় টিলা ও কৃষি জমির মাটি এসকেবেটার দিয়ে কেটে নেয় প্রভাবশালী ব্যক্তিরা। পাহাড় টিলা কাট ও কৃষি জমি থেকে কেটে নেওয়া মাটি ইটের ভাটায় ইট তৈয়ারীর কাজে ও রাউজানের বিবিণ্ন এলাকার কৃষি জমি পুকুর জলাশয় ভরাট করে মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইটের ভাটার মালিক ও মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা রাতারাতি ভোল পাল্টিয়ে আবারো পাহাড় টিলা কাটছে আবাধে। একই সাথে কৃষি জমি থেকে মাটি খনন করে ড্রাম ট্রাক দিয়ে ইটের ভাটায় ইট তৈয়ারীর জন্য বিক্রয় করছে ।

এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি পুকুর জলাশয় ভরাট কাজে মাটি বিক্রয় করছে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা। রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান,রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের জঙ্গল রাউজান, আইলী খীল, ডাবুয়া ইউনিয়নের কলমপতি, মেলুয়া, হলদিয়া ইউনিয়নের বৃকবানুপুর, বৃন্দ্বাবনপুর, সিংহরিয়া এলাকায় গড়ে উঠা ইটের ভাটায় ইট তৈয়ারীর কাজে পাহাড় টিলা ও কৃষি জমি থেকে কাটা মাটি দিয়ে ব্যবহার করা হয়েছে। পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কাটার সময়ে মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কয়েকটি ইটের ভাটা বন্দ্ব করে দেওয়া হলে ও পুণরায় বন্দ্ব করে দেওয়া ইটের ভাটার মধ্যে কয়েকটি ইটের ভাটা আবারো চালু করেছেন। সম্প্রতি গত কয়েকদিন পুর্বে রাউজানের পুর্ব রাউজান এলাকায় দুটি ইটের ভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ২লাখ টাকা জরিমানা আদায় করেন।

রাউজানের পাহাড়ী এলাকায় পাহাড় টিলা নির্বিচারে কৃষি জমি নির্বিচারে কাটার ফলে পাহাড় টিলা সাবার হয়ে গেছে। কৃষি জমি থেকে গভীর ভাবে মাটি কেটে নেওয়য় কৃষি জমি বিশাল বিশাল পুকুর জলাশয়ে পরিণত হয়েছে । রাউজানে পাহাড় টিলা কাটা ও কৃষি জমি থেকে মাটি খনন করার সময়ে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫টি ইটের ভাটা গুড়িয়ে দেয়। কয়েকটি ইটের ভাটার মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বন্দ্ব করে দেওয়া ইটের ভাটার মধ্যে দুটি ইটের ভাটা আবারো সচল করেছে ইটের ভাটার মালিকরা। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের শাসন আমলে সম্প্রতি রাউজানের পুর্ব রাউজান এরাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর দুটি ইটের ভাটা থেকে ২লাখ টাকা জরিমানা আদায় করেন। এপ্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, পাহাড় টিলা কাটা হলে তাদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করা হবে।