কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানে জরিমানা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের বড়ইছড়ি ও নতুন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ২টি দোকান থেকে ১৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বরূপ মুহুরী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন বড়ইছড়ি বাজারের তুষার স্টোরকে পণ্যের দাম বেশী রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৮০০ টাকা এবং একই বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মোঃ আব্দুল হক’কে মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০ টাকা সহ মোট ১৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও কাপ্তাই থানা পুলিশ সদস্যরা।