আজ (৯ অক্টোবর) বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সাথে আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম, নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এ সংগঠন প্রথম থেকে যে নানামুখী গঠনমুলক কর্মকান্ড করেছে তার বিস্তারিত তুলে ধরেন।
জেলা প্রশাসক মনোযোগ সহকারে মানব কল্যানে উক্ত সংগঠনের নানা কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন দেখেন ও আগামীতে এই সংগঠনের যাবতীয় বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।