
চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাস্তাঘাটে করোনার মহামারীতে বিপদগ্রস্ত পথশিশু ও ভবঘুরে বৃদ্ধ নর- নারীদের মাঝে দৈনিক ৬০ জন করে আজ ১৫ দিন যাবত নয়শত জনকে রান্না করা খাবার বিতরণ করে আসছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ইতিহাস কর্মীরা। ১১ এপ্রিল থেকে শুরুকরে প্রথমে সাপ্তাহে ২ দিন, পরে প্রতিদিন খাবার বিতরন করা হয়। করোনা মহামারীতে আক্রান্ত সমগ্র দেশের সাথে চট্টগ্রামের মানুষও মহাবিপর্যয়ে রয়েছে। এর মাঝে চট্টগ্রাম নগরীর পথে পথে পথশিশু ও বৃদ্ধ বয়স্ক ভবঘুরে নর নারী রয়েছে মহাবিপদে। প্রথমে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি,ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন এই মানবিক কাজে ব্যক্তিগত প্রচেষ্টায় শুরু হয়। পরে ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা গনের আর্থিক সহায়তায় এই কর্ম সুচী চালু রয়েছে।পবিত্র এই রমজান মাসে বিকেল ৪/৫ টায় নগরীতে সীমিত সংখ্যক লোকের মাঝে এই খাবার বিতরন করা হয়।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট,আরকান রোড়, মোহাম্মদপুর, মুরাদপুর, চকবাজার, ফুলতলা,কলেজ রোড়,বাদুরতলা, শোলকবহর,নতুন চান্দগাঁ থানা এলাকায় করোনার মহামারীতে ভবঘুুরে বৃদ্ধ নারী পুরুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি)। খাবার বিতরণ খালে ইতিমধ্যে উপস্থিত ছিলেন সোহেল মো.ফখরুদ-দীন, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আবু বক্কর, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী,অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, বাবু









