টালিপাড়ায় নতুন জটিলতায় পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী ইধিকা পাল। যে জটিলতায় বন্ধ হয়ে গেছে তাদের নতুন সিনেমা ‘বহুরূপ’-র কাজ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘বহুরূপ’ সিনেমায় পারিশ্রমিক নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। অভিনয়শিল্পীদের বকেয়া পারিশ্রমিক বুঝিয়ে না দেয়ায় বন্ধ রয়েছে এ সিনেমার কাজ।
এ বিষয়ে ‘বহুরূপ’ সিনেমার পরিচালক আকাশ মালাকার বলেন, হ্যাঁ, বকেয়া পারিশ্রমিক নিয়ে জটিলতা চলছে। কিন্তু শুটিং বন্ধ রয়েছে-এটা পুরোপুরি সঠিক নয়।
পরিচালক আকাশ আরও বলেন, প্রযোজকরা বকেয়া পারিশ্রমিকের ইস্যুটির দ্রুত সমাধান করেছেন। তবে মাঝে আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টির কারণে শুটিং পেছানো হয়। আমাদের মাত্র তিন দিনের শুটিং বাকি। কলাকুশলীদের সময় মিলে গেলে আশা করছি, চলতি মাসের মধ্যেই শুটিং শেষ হবে।
টালিউডের নতুন সিনেমা ‘বহুরূপ’ দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। কারণ এ সিনেমায় প্রথমবারের মতো, সাতটি লুকে ধরা দেবেন সোহম। যার বিপরীতে অভিনয় করেছেন ইধিকা। চলতি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বহুরূপ’ সিনেমার।