পানির নিচে কক্সবাজার নিম্নাঞ্চল এলাকা, বৃষ্টিপাতের রেকর্ড

অতিভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানির নিচে তলিয়ে গেছে কক্সবাজার নিম্নাঞ্চল এলাকা, বৃষ্টিপাতের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান।

তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট ২২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে গতদিনের চেয়ে কম হলেও তা অতিভারী বৃষ্টিপাত। এমন বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আব্দুল হান্নান আরও জানান, বৃষ্টির কারণে রাস্তাঘাট, নালা পানিতে ডুবে থাকায় এখন অল্প বৃষ্টি হলেও বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। গত দুই থেকে তিন দিনে অতিভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে অতিবৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত হয়েছে কক্সবাজারের অসংখ্য জনপদ। পানি প্রবেশ করে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পুরো কক্সবাজার শহর জলমগ্ন অবস্থায় আছে।

কক্সবাজার জেলা প্রশাসন অফিসের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার জেলায় পাহাড়ধসে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা নাগরিক। নিরাপত্তার স্বার্থে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।