চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে মিরসরাইয়ে সাংবাদিকদের সংগঠন মিরসরাই প্রেস ক্লাব। বানভাসি মানুষের মাঝে মিরসরাই প্রেস ক্লাবের উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড়শ পরিবারের মাঝে এই উপহার তুলে দেন ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূইয়াঁ, মোহাম্মদ ইউসুফ, তরুণ ব্যবসায়ী রেজাউল করিম সোহেল, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য মেহরাজ হোসেন ও শিহাব উদ্দিন শিবলু।
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, মিরসরাইয়ে স্মরণ কালের ভয়াবহ বন্যায় উপজেলার অনেক এলাকা পানিতে ডুবে গেছে। এতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো চরম কষ্টে দিন যাপন করছে। অনেকের ঘরে এখনো চুলায় আগুন জ্বলছে না। এরকম প্রায় ১৫০ পরিবারের মাঝে মিরসরাই প্রেস ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই উপহার তুলে দেন।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের সদস্যরা সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে অতিতের ন্যায় এবারও শুরু থেকে বন্যাদুর্গতদের পাশে ছিল।