নিজস্ব প্রতিবেদক:মিজানুর রহমান মারুফ গরুটা লালন পালন করেছে নিজের হাতে। ২৪০ কেজির ওজনের গরু। এই মহামারীতে প্রথম রমজানে গ্রামের কর্মহীন মানুষ একটু গরুর মাংস দিয়ে সেহরী খাবে তাই এই গরুটা আজকে রাতে জবাই করে দিলেন।
জবাই করার আগ মুহূর্তে গরুটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা কাঞ্চনার কৃতি সন্তান মিজানুর রহমান মারুফ। পরে গরুটি জবাই করে তার মাংস বিতরণ করে দেওয়া হয় এলাকার গরিব মানুষদের মাঝে। এই রকম একটি খবর আজ ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
