আচরণবিধি লঙ্ঘন: ফটিকছড়িতে দুই আওয়ামীলীগ নেতাকে শোকজ

ফটিকছড়ি প্রতিনিধি: আসন্ন ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই আওয়ামী লীগ নেতা কে শোকজ করা হয়েছে। এরা হলেন, সাবেক উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব এবং ফটিকছড়ি পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. ইসমাইল হোসেন। সোমবার (১৩ মে) লিখিত ওই নোটিশ প্রদান করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এই নির্বাচনে সরকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৯ এপ্রিল এইচ এম আবু তৈয়ব এক প্রার্থীর পক্ষে প্রচারনা পথ সভায় বক্তব্যের সময় ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য প্রদান করেন। এতে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ১৮(ক) বিধি লঙ্ঘন করেছেন। এছাড়াও গত ১১ তারিখ ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন এক ফেসবুক পোস্টে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং একইসাথে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা এর ৫(ক) এর উপবিধি লঙ্ঘন করেছেন। একই বিধি মালার বিধি ৩২ এর ১ উপবিধি অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে জবাব প্রদানের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। নোটিশে আরো উল্লেখ রয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টায় মেয়র ইসমাইল হোসেন ও বিকাল ৩টায় এইচ এম আবু তৈয়ব কে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এই নির্বাচনে সরকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মোবাইল কোর্ট চলমান থাকবে।