এ সময়ের মেধাবী গীতিকবি ফকির হযরত শাহ। যার গান গেয়েছে দেশের অসং্খ্য গুনী শিল্পীরা। অত্যান্ত গান পাগল এই গীতিকার এবার গাইলেন বেশরম শিরোনামের নতুন গান। গানের কথা সুর শিল্পীর নিজের,সংগীত আয়োজন রিয়েল আসিক। সুন্দর একটি গানচিত্র হয়েছে এ গানের যাতে আবার মডেল ও হয়েছেন শিল্পী। প্রকাশিত হয়েছে আর থ্রী ইউটিউব চ্যানেলে। এর আগেও ফকির হযরত শাহ্’র কথা সুরে দিলরুবা খানের ‘ভুল নিলামে বিকাইয়াছি মন’ প্লাবন কোরেশির ‘ভাঙা মন’ কাজী শুভর ‘সেয়ানা পাখি’ ফকির শাহাবুদ্দিনে ‘ভালো মানুষ নই’ ইমন খানের ‘ব্যর্থ প্রেমিক’ এবং পিজিত মহাজনের ‘ভুল’ শিরোনামে গানগুলো ব্যাপকভাবে আলোরণ সৃষ্টি করে। সংগীত প্রসঙ্গে ফকির হযরত শাহ্’কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি মূলত সাধক মানুষ, ধরতে গেলে গান আমাদের সাধনারই একটি অঙ্গবিশেষ, তো সেই জায়গা থেকেই নিজের জীবনের বিভিন্ন চড়াই উৎরাই, দুঃখ-বেদনা, ভাব-আবেগ, এবং প্রার্থনা নিয়ে যা লিখি সেটাকেই গানে রুপ দেই। আর সেই ঘটনাগুলোই কেনো জানি অসংখ্য মানুষের সাথে মিলে যায় এজন্যই মূলত মানুষ আমার লেখা গান ভালোবেসে শ্রবণ করেন। নতুন এ গানটি প্রসঙ্গে শিল্পী বলেন: বেশরম গানের কথা সুর যত্ন করে করেছি, তাই গানটি করা,আমি বিশ্বাস করি আমার শ্রোতারা খুব পছন্দ করবে ইনশাআল্লাহ।