পাকিস্তানে ৩ আসনে পুনরায় ভোটগ্রহণ আজ

পাকিস্তানের তিন আসনে পুনরায় ভোটগ্রহণ আজ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই আসনগুলো হলো: এনএ-৮৮ (খুশাব ২), পিএস-১৮ (ঘোটকি ১) ও পিকে-৯০ (কোহাট ১)।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানিয়েছিল পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। খবর দ্য ডনের।

এক বিবৃতিতে ইসিপি বলেছে, এনএ-৮৮ আসনের ২৬ টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। কারণ সেখানে জনসাধারণ ভোটের সরঞ্জাম পুড়িয়ে দিয়েছিল।

ইসিপি আরও জানায়, পিএস-১৮ আসনের দুইটি ভোটকেন্দ্রেও ফের ভোটগ্রহণ হবে। কারণ একজন অজ্ঞাত ব্যক্তি ভোটের সরঞ্জাম ছিনিয়ে নিয়েছিল।

এছাড়াও পিকে-৯০ আসনের ডজনেরও বেশি ভোটকেন্দ্রে পুনঃনির্বাচন হবে। কারণ ‘সন্ত্রাসীরা’ ভোটের সরঞ্জাম নষ্ট করে দিয়েছে বলে জানিয়েছে ইসিপি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯৩টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছে পিএমএল-এনের নওয়াজ শরিফ।