কাশখালী খালের পাড়ের বিপুল পরিমান ফসলি জমিতে সবজি ক্ষেতের চাষাবাদ

কাশখালী খালের দুপাড়ের ফসলী জমিতে উৎপাদিত সব্জি রাউজানের হাট বাজার সহ চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন হাট বাজারে সব্জির চাহিদা পুরন করছে
শফিউল আলম, সংবাদদাতা রাউজান ঃরাউজানের কাশখালী খালের দুপাড়ে বিপুর পরিমান জমিতে সব্জি ক্ষেতের চাষাবাদ কাশখালী খালের দুপাড়ের ফসলী জমিতে উৎপাদিত সব্জি রাউজানের হাট বাজার চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকার হাট বাজারে সব্জি ব্যবসায়ীরা বিক্রয় করছে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হিংগলা, দক্ষিন হিংগলা,কলমপতি, রাউজান পৌরসভার সাপলঙ্গা, ঢেউয়া পাড়া, হাজী পাড়া শরীফ পাড়া, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা এলাকার উপর দিয়ে প্রবাহিত কাশখালী খাল । পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার পাহাড়ী এলাকা থেকে আসা কাশখালী খাল । কাশখালী খালের দুপাড়ে হিংগলা, কলমপতি, সাপলঙ্গা, ঢেউয়াপাড়া, হাজী পাড়া, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা এলাকায় ফসলী জমিতে প্রতি বৎসর শীতকালীন সব্জি ক্ষেতের চাষাবাদ করা হয় । শীতকালীন সব্জির চাষাবাদের মধ্যে রয়েছে ফুল কপি, বাধা কপি, শালগম, বেগুন, টমোটা, সিম, আলু মরিচ, মিষ্টি আলু, বরবটি, পুদিনা, ধন্যাপাতা, লাউ, মিষ্টি কুমড়া, লালশাক, পালংক শাক, মুলা, সরিষা ক্ষেতের চাষাবাদ করা হয় । তবে শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়ায় সব্জি ক্ষেতের চাষাবাদ করা হয় বেশী । শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়ায় কাশখালী খালের দুপাড়ে একশত একর ফসলী জমিতে সব্জি ক্ষেতের চাষাবাদ করেন শতাধিক কৃষক । শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়ায় শতাধিক কৃষক সব্জি ক্ষেতের চাষাবাদ থেকে উৎপাদিত সব্জি রাউজানের হাট বাজার ছাড়া ও চট্টগ্রাম জেলা ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকার হাট বাজারে বিক্রয় করে সব্জি ব্যবসায়ীরা । শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়ায় এসে প্রতিদিন সকালে ও বিকালে সব্জি ব্যবসায়ীরা কৃষক থেকে সব্জি ক্রয় করে রিক্সা ভ্যান, সিএনজি অটোরিক্সা, পিকআপ ট্রাকে করে নিয়ে যায় । শরীফ পাড়া এলাকার কৃষক মোঃ সুমন বলেন, তার ভাই মোঃ ইসমাইল সহ মিলে এক একর ত্রিশ শতক জমিতে ফুল কপি ও বাধা কপি ক্ষেতের চাষাবাদ করেন । এক একর ত্রিশ শতক জমিতে চাষাবাদে খরচ হয় ২লাখ টাকা। এপর্যন্ত ফুল কপি ও বাধাকপি বিক্রয় করেছে দেড় লাখ টাকার। আরো দেড় লাখ টাকার মতো ফুল কপি ও বাধা কপি বিক্রয় করতে পারবে বলে আশা করছেন কৃষক মোঃ সুমন । কৃষক আবদুল শুক্কুর বলেন, এবৎসর ৬০ শতক জমিতে ফুল কপি ও বাধা কপির চাষাবাদ করতে তার খরচ হয়েছে ৬০ হাজার টাকা । ফুল কপি বাধা কপি বিক্রয় করে এক লাখ টাকা খরচ বাদ দিয়ে আয় করতে পারবো । কৃষক আবদুল শুক্কুর আরো বলেন, সব্জি ব্যবসায়ীরা প্রতি কেজি ফুল কপি ২০ টাকা বাধা কপি প্রতি কেজি ২৫ টাকা কওে ক্রয় করে নিয়ে যায় কৃষকদের কাছ থেকে । কৃষকদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাওয়া ফুলকপি প্রতি কেজি ২ থেকে ৩০ টাকা, বাধা কপি প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা করে বাজারে বিক্রয় করেন সব্জি ব্যবসায়ীরা । শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়া এলাকার কাশখালী খালের দুপাড়ের ফসলী জমি থেকে ১০ মেট্রিক টনের বেশী ফুল কপি ও বাধা কপি,শালগম, লাল শাক, মুলা, লাউ, বিক্রয় করেন কৃষকেরা । শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়ায় কাশখালী খালের দুপাড়ের ফসলী জমিতে সব্জি ক্ষেতের চাষাবাদের জন্য কৃষকদের সব্জি ধোয়ার জন্য কাশখালী খালের মধ্যে পাকা ঘাট নির্মান ও গভীর নলকুপ বসিয়ে দিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এছাড়া কৃষকদের গড়ে তোলা আই পি এম ক্লাব কার্যলয় নির্মান করে দেওয়া হয় । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুমকবির বলেন, শরীফ পাড়া, লেলাঙ্গারা, হাজী পাড়া, ঢেউয়া পাড়া এলাকায় কাশখালী খালের দুপাড়ে বিপুল পরিমান ফসলী জমিতে সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে কৃষকদের সার, বীজ, সেচ পাম্প, পাওয়ার টিলার দেওয়া হয়েছে । খাসখালী খালের দুপাড়ের ফসলী জমিতে সব্জি ক্ষেতের ফলন ভাল হয়েছে । কৃষকেরা তাদের উৎপাদিত সব্জি বিক্রয় করে যে টাকা আয় করেন ঐ টাকা দিয়ে তাদেও পরিবার পরিজন নিয়ে স্বাছন্দে জীবন যাপন করেন ।