চবি’তে সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট এর সেমিনারে চবি উপাচার্য
সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর উদ্যোগে ২২ জানুয়ারি ২০২৪ বিকাল ২:৩০ টায় চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে “ওং ধ ঘড়হশরষষরহম ঝড়পরবঃু চড়ংংরনষব? ঐড়ি পধহ ধ য়ঁবংঃরড়হ সড়নরষরুব পযধহমব?” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইন অনুষদের ডিন ও সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট, চবি’র পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর নন-কিলিং এন্ড ডেভেলপমেন্ট, চবি’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রাশেদা খানম। চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী’র পরিচালনায় সেমিনারে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার আয়োজন করায় মাননীয় উপাচার্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “বর্তমান বিশে^ সর্বত্র সংঘাত-হানাহানি-যুদ্ধ সমাজকে অস্থির করে তুলেছে। এ সংঘাতময় পরিস্থিতিতে সারাবিশে^র উন্নয়ন-অগ্রগতি আজ হুমকির মুখে পড়েছে। অস্থির পৃথিবীতে শান্তির বাণী যথাযথভাবে ছড়িয়ে দিতে পারলেই সমাজে শান্তি ফিরে আসবে। এজন্য আমাদের সবাইকে অহিংস সমাজ গঠনের পাশাপাশি মানবিক সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে।” মাননীয় উপাচার্য সকলকে ধর্মীয় অনুশাসন মেনে আদর্শিক-মানবিক মানুষ হয়ে নীতি-নৈতিকতা ধারণ, লালন ও চর্চার মাধ্যমে অহিংস বিশ^ গড়ে তোলার আহবান জানান।
সেমিনারে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











