শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসন হতে সরে গেছেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান। সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর জন্মস্থান ফটিকছড়ি আসন হতে এ নির্বাচনে তার দলীয় প্রতীক (ফুলের মালা) নিয়ে এমপি প্রার্থী ছিলেন। শেষ মুহূর্তে এসে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঠ হতে সরে গেছেন বলে জানান। 
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তথ্য জানান বিটিএফ চেয়ারম্যান সৈয়দ নজিবুর বশর মাইজভান্ডারী ।
এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, নৌকার মনোনীত প্রার্থী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। তিনি আরো জানান, সারা বাংলাদেশে আমাদের ( বাংলাদেশ তরিকত ফেডারেশন) দল হতে ৪১ জন প্রার্থী এ নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতার করে যাবেন।
শুধু মাত্র ফটিকছড়ি আসন থেকে আমি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সরে গেছি ।
উল্লেখ্য, সৈয়দ নজিরুল বশর মাইজভান্ডারী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে গত দুইবার জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।











