অত্যন্ত সম্মান এবং গর্বের নৌকা প্রতীকের দায়িত্ব পেলাম

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকা প্রতীক পেয়েছেন সরকার দলীয় প্রার্থী মাহবুব রহমার রুহেল। নৌকা প্রতীক পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মহান আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে।

৫৪ বছর পর নৌকা প্রতীক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পর নৌকা প্রতীকের দায়িত্ব পেলাম। যা আমার জন্য অত্যন্ত সম্মান এবং গর্বের। আজকে থেকে গণমানুষকে সাথে নিয়ে প্রচারণা শুরু হবে। মানুষের দোয়ায় বিশাল জয় আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।