মাত্র ৪৯ আসনে মনোনয়ন জমা দিলো বিএনএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৪৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর প্রার্থীরা। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছেন আরও ৩৩ প্রার্থী। তারা মনোনয়নপত্র দাখিলের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. শাহজাহান। শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনএমের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মহাসচিব শাহজাহান বলেন, সারা দেশে বিএনএমের ৪৭৮টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে ৮২ জনকে দলের মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পরে অনেকেরই এলাকায় যেতে দেরি হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। নির্বাচন কমিশনের (ইসি) ব্যাংকের যে সার্ভারে ট্রেজারি চালান দিতে হয়, সেটাতে ৩ ঘণ্টায় ঢোকা যায়নি। কয়েকজন এই বিষয়ে রিট করবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ৩০শে নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়ের মধ্যে বিএনএমের হয়ে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন।