নওফেলের সাথে নৌকার প্রচারণায় বিএসসি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে প্রচারণায় নেমেছেন সদ্যবিদায়ী টেকনোক্রেট মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে চকবাজারের মিসকিন শাহ মাজার এলাকা থেকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাথে নিয়ে তিনি প্রচারণা শুরু করেন।

এই গণসংযোগে যোগ দেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক। নৌকার প্রার্থী নওফেলকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ভোটও চাইছেন নুরুল ইসলাম বিএসসি, সবার হাতে তুলে দিচ্ছেন নৌকা মার্কার লিফলেট। মিসকিন শাহ মাজার হয়ে চকবাজার, গুলজার মোড়, তেলিপট্টি মোড়, কাপাসগোলা এলাকায় প্রচারণা চালান বিএসসি-নওফেল।

নুরুল ইসলাম বিএসসি’র সাথে কোলাকুলি করেন নওফেলসাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নওফেল আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তার পক্ষে প্রবীণ রাজনীতিবিদ নুরুল ইসলাম বিএসসির প্রচারণায় নেমে নৌকার পালে দিয়েছেন হাওয়া-এমন মন্তব্য এসেছে গণসংযোগে যোগ দেয়া কর্মীদের কাছ থেকে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার আসনের ভোটাররা পাঁচ বছর নৌকা পায়নি। এতে অনেকের দুঃখ ও অতৃপ্তি ছিল। এবার এ মনোনয়নের মধ্য দিয়ে তৃণমূলের মানুষের সুদীর্ঘ ত্যাগকেই মূল্যায়ন করলেন প্রধানমন্ত্রী। ভোটারদের ভালোবাসায় নৌকার জয় হবেই।

নুরুল ইসলাম বিএসসি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ব্যারিস্টার নওফেল আমার সন্তানতুল্য, আপনাদের প্রিয়ভাজন মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তার প্রতীক নৌকা। ৩০ ডিসেম্বর সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন। নৌকার জয় মানে দেশের উন্নয়ন, চট্টগ্রামের উন্নয়ন। নৌকা জিতলে অক্ষুণ্ন থাকবে দেশের স্বাধীনতা। এসময় স্বাধীনতাবিরোধীদের নির্বাচনী মাঠ থেকে বয়কট করার আহ্বানও জানান নুরুল ইসলাম বিএসসি।

এর আগে নুরুল ইসলাম বিএসসি’র খুলশীর বাসভবনে গিয়ে নওফেল তার দোয়া নেন।

প্রচারণায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, চন্দন ধর, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিনসহ নেতাকর্মীরা।