নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে হবে

বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে বৈঠক করলেন ভারপ্রাপ্ত মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এর সাথে আজ বুধবার দুপুরে, চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে বৈঠক করেন। বৈঠকে ভারপ্রাপ্ত মেয়র বলেন, কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতা, সততা ও দায়বদ্ধতার উপর নাগরিক সেবার সফলতা অনেকাংশে নির্ভর করে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকলকে স্ব স্ব দায়িত্ব পালন করার আহবান জানান। ভারপ্রাপ্ত মেয়র সকল বিভাগের সাথে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন,সকলকে দায়িত্ব নিয়ে একে অপরের পরামর্শ ও সহযোগিতা নিয়ে নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে হবে। ভারপ্রাপ্ত মেয়র মহানগরীতে চলমান উন্নয়ন কাজ সমূহ নির্দ্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়নে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর উদ্যেগে গৃহীত নগরীর ৪১ টি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য অপসারন কার্যক্রমের সুফল দেখা দিয়েছে। তা অব্যাহত রাখার জন্য তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে বক্তব্য রাখেনপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু সাহেদ চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম। এসময় প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম,আইন কর্মকর্তা মো.জসিম উদ্দীন, স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. সাইফুদ্দিন, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী অসীম বড়–য়া, অতি.প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, এষ্টেট অফিসার এখলাসুর রহমান,আইটি অফিসার ইকবাল হাসান সহ বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের করর্পোরেশন সমূহের ইনোভেশন শোকেসিং উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করায় ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। বৈঠকে প্রতিবারের মত এবারও চলতি মাসে চসিক এর উদ্যোগে পক্ষ থেকে বৃক্ষ মেলা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়।