চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র আগামী ১০ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ৬টায় কেন্দ্রের কার্যালয়ে এবারের অস্কার এর একাডেমি পুরস্কার প্রাপ্ত সিনেমা “Everything Everywhere All At Once” এর প্রদর্শনীর আয়োজন করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। গল্পটি চীন-মার্কিন অভিবাসী (মিশেল ইয়ো) কে কেন্দ্র করে তৈরী হয়েছে। সুপ্রিয় দর্শকদেরকে যথা সময়ে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রে উপস্থিত থেকে সিনেমাটি দেখার জন্য বিনীত আহবান জানানো হচ্ছে।











