খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম নগরীতে কল্পলোক আবাসিকের পাশে রাজাখালী খালে গড়ে ওঠা উচ্ছেদ অভিযান দিয়ে সেনাবাহিনীর খাল উদ্ধার অভিযান শুরু হয়।
নগরীর জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করছে।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন বলেন, নগরী অবৈধভাবে দখল করতে সেনাবাহিনীর সাহায্য নেয়া হচ্ছে। প্রথমদিন কল্পলোক আবাসিকের পাশে রাজাখালী খালে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলবে। নগরের ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান আগামি দুই মাসও চলবে।
এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএর সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সিডিএ। তারই ধারাবাহিকিতায় খাল উদ্ধারে মাঠে নামে সেনাবাহিনী।











