কক্সবাজারের রামু রেজু যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে টেকনাফ হ্নীলার পশ্চিম শিকদার পাড়ার সৈয়দ হোনের ছেলে আব্দুল্লাহ (৩০) আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা।
১ জুলাই সকাল ১০টার দিকে অভিনব কায়দায় সুপারির ভিতরে ১৮ হাজার পিচ ইয়াবা, ০১টি মোবাইল এবং নগদ ১৭ হাজার টাকা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালসহ আসামীকে রামু থানায় সোপর্দ করা হয় জানিয়েছেন ৩৪ বিজিবির পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ।











