৮০০ কোটি বছর আগের রহস্যময় তরঙ্গ এল পৃথিবীতে!

আজ থেকে প্রায় ৮০০ কোটি বছর আগে ছায়াপথের সংঘর্ষের মধ্য দিয়ে সৃষ্ট এক রেডিও তরঙ্গ এসেছে পৃথিবীতে। জ্যোতির্বিদেরা বলছেন, এই তরঙ্গের মাধ্যমে মহাকাশের হারিয়ে যাওয়া বস্তুর রহস্যভেদ করা সম্ভব হবে। এই নির্গত রশ্মির মাধ্যমে মহাকাশের ‘ওজন’ মাপা যাবে বলেও ধারণা করা হচ্ছে।

মার্কিন নিউজ ওয়েবসাইট স্পেস ডটকম বলছে, এ ধরনের রেডিও তরঙ্গকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি)’। এটি সবচেয়ে বেশি দূর থেকে আসা শক্তিশালী রেডিও তরঙ্গ। এটি সবচেয়ে বেশি বয়সী বলেও জানান বিজ্ঞানীরা।

এফআরবি এক ধরনের বিশেষ রেডিও তরঙ্গ। এটি মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়। এই রেডিও তরঙ্গের উৎস সহজে খুঁজে পাওয়া যায় না। এবার এই তরঙ্গের মাধ্যমে বহু বছর আগে ধ্বংস হয়ে যাওয়া ছায়াপথের তথ্যও জানা যাবে। আর এতে মহাকাশের আরও রহস্যভেদ করতে পারবেন জ্যোতির্বিদেরা।

সম্প্রতি শনাক্ত হওয়া এই তরঙ্গের নাম দেওয়া হয়েছে ‘এফআরবি ২০২২০৬১০এ’। পশ্চিম অস্ট্রেলিয়ায় স্থাপিত অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার (এএসকেএপি) নামে একটি রেডিও টেলিস্কোপে এটি ধরা পড়ে। মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী ছিল এই তরঙ্গ।

বিজ্ঞানীরা বলছে, এফআরবি নামের বিশেষ এই রেডিও তরঙ্গ একবারে যে পরিমাণ শক্তি নির্গত করতে পারে, তা করতে সূর্যের মতো নক্ষত্রের ৩০ বছর সময় লাগে।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ার ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. স্টুয়ার্ট রেইডার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগেও এএসকেএপি ব্যবহার করে এমন তরঙ্গ কোথা থেকে এসেছে তা শনাক্ত করেছি। এর পর চিলিতে অবস্থিত আরকেটি টেলিস্কোপের সাহায্যে বিস্তারিত তথ্য জানা গেছে।’

বৈজ্ঞানিক তত্ত্ব বলে, বিগ ব্যাংয়ের পর এই মহাকাশে যেসব বস্তু ছিল, বর্তমানে এর অর্ধেকের বেশিই আর নেই। এসব বস্তু কোথায় হারাল, তার কোনো হদিসই নেই। এ কারণে মহাকাশের লাখো রহস্য এখনো অজানা থেকে যাচ্ছে। সম্প্রতি শনাক্ত হওয়া এই তরঙ্গ সেসব রহস্যের কিছুটা হলেও উন্মোচন করতে পারবে বলেই ধারণা করা হচ্ছে।