ফৌজদারহাটে রেলের তিন একর জায়গা উদ্ধার

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় রেলের তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জুন) সকাল ১০টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহমুদুল হক বলেন, রেলের জায়গা দখল করে চারটি দোকান বসিয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী। সেগুলো উচ্ছেদ করে রেলের প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়। এ অভিযান চলমান থাকবে।