উইমেন অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন শম্পা ও মহসীন

বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯ গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন। উল্লেখ করা যেতে পারে এবার প্রথমবারের মতো কোনো পুরুষ পুলিশ কর্মকর্তা হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

আজ নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সারাদেশে মোট ৯ নারী ও এক পুরুষ পুলিশ কর্মকর্তাকে পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯ দেয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা অন্যরা হলেন- নারী পুলিশ কর্মকর্তা মাহফুজা লিজা, তাপতুন নাসরীন, জান্নাতুল ফেরদৌস, ফহমিদা হক শেলী, মিনা মাহমুদা, মাফুজা বেগম, নুসরাত জাহান, আতিকা ইসলাম।