সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের মৃত্যুতে সিপিবি চট্টগ্রাম জেলার শোক সভা অনুষ্ঠিত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ আবু জাফর আহমেদ চিকিৎসাধীন অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে বিগত ২৮ মে দিবাগত রাত ১টায় মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুতে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে আজ ২১ জুন, ২০১৯ বিকাল ৫ টায় শোক সভা অনুষ্ঠিত হয়। উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শোকসভায় বক্তারা বলেন, সৈয়দ আবু জাফর আহমেদ দুঃসময়ে পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের বাম-গণতান্ত্রিক রাজনীতির একজন পুরোধা ব্যাক্তিত্ব। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, ক্ষেতমজুর ও চা শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন জাতীয় রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও এরশাদবিরোধী আন্দোলনেও সৈয়দ আবু জাফর আহমেদ সমান সক্রিয় ছিলেন। গণতন্ত্রের ওই উত্তাল আন্দোলন-সংগ্রামে সোচ্চার ভূমিকার জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন।সিলেট মৌলভীবাজার অঞ্চলে দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি জনপ্রিয় ব্যাক্তিত্ব ছিলেন। গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা ও পুঁজিবাদী শাসন শোষনের বিরুদ্ধে সাম্য ও সমতার লড়ায়ে কমরেড জাফরের অবদান স্মরণীয় হয়ে থাকবেন। আবদুল নবীর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, মৃণাল চৌধুরী, অশোক সাহা, মোঃ জাহাঙ্গীর, নূরুচ্ছাফা ভূঁইয়া, ফরিদুল ইসলাম, প্রমোদ বড়ুয়া, অমৃত বড়ুয়া, পুলক দাশ, শওকত আলী, রেখা চৌধুরী, রবিউল হোসেন প্রমূখ।











