পতেঙ্গায় কর্ণফুলী নদীতে কনটেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ জুন) দুপুরে বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ নির্ধারণসহ বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, শুক্রবার বেলা ১২টার দিকে কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়া অয়েল ট্যাংকারটি সরিয়ে নেওয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, শ্রীলংকা থেকে ৭৪৪ কনটেইনার আমদানি পণ্য নিয়ে জেটিতে ভিড়ছিল এক্সপ্রেস মহানন্দা। এ সময় কুয়েতি অয়েল ট্যাংকার এমটি বুরগান ডলফিন জেটি থেকে বেরিয়ে যাচ্ছিল। একপর্যায়ে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইটি শক্তভাবে আটকে যায়। পরে বন্দরের ৬টি শক্তিশালী টাগবোটের সাহায্যে জাহাজ দুইটি আলাদা করা হয়।
বেলা ১২টার দিকে বন্দর চ্যানেলে নৌ চলাচল স্বাভাবিক হয়।