রাবুদের ত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ আওয়ামীলীগ সুপ্রতিষ্ঠিত

আজ ১০ জুন সকাল ১১টায় মিসকিন শাহ্ মাজার সংলগ্ন কবরস্থানে মরহুম আসিফ কামাল চৌধুরী রাবু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আফসার কামাল চৌধুরীর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ৮০-৯০ দশকের মেধাবী ছাত্রনেতা মরহুম আসিফ কামাল চৌধুরী রাবু’র ১৪তম মৃত্যুবার্র্ষিকীতে কবর জিয়ার ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ চৌধুরী টিপু, মরহুমের বন্ধু মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, সাবেক মেধাবী ছাত্রনেতা এড. সীমান্ত তালুকদার, প্রবীর আচার্য্য, শফিউল আজম, ফরিদ নেওয়াজ, এডভোকেট নোমান চৌধুরী, ফখরুদ্দিন বাবুল, শরফুদ্দীন চৌধুরী রাজু, মো. সোহেল মাহমুদ, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ফাউন্ডেশনের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা সুরজিত দত্ত সৈকত, সাবেক ছাত্রনেতা এম. শাহাদাত নবী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মো. নাছির, মো. জোবায়ের, মো. ইরফান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মহান সৃষ্টিকর্তার দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।