এ বছর পবিত্র হজ নিবন্ধনের সময় বাড়লো ২৭শে মার্চ পর্যন্ত। হজের প্যাকেজেও পরিবর্তন এসেছে।
নতুন প্যাকেজ অনুযায়ী নিবন্ধনের খরচ কমছে ১১ হাজার ২৭৫ টাকা। পরিবর্তিত প্যাকেজে আজ থেকে নিবন্ধন চলবে। বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সকল দেশের জন্য মিনার এ, বি, সি ক্যাটাগরির তাঁবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ২৭৫ টাকা। যারা ইতিমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছে তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেয়া হবে।











