চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, এই শতকে সভ্যতার সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে আওয়ামী সরকার।
এরা ক্ষমতা ধরে রাখার জন্য আদিম হিংস্রতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের মানুষ না খেয়ে আছে, আর সরকার উন্নয়নসহ নানা ধরনের মন ভুলানো কথা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ আধপেট খেয়ে দিন যাপন করছে। শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয় সরকারি বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। এতে বুঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের যে ক্রোধ তা থেকে সরকার রক্ষা পাবে না। তিনি আগামী শনিবার চট্টগ্রামে প্রতিটি থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য আহবান জানান। তিনি বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে বন্দর থানাধীন আজিজ এস্টেট প্রাঙ্গণে আগামী ৪ মার্চ শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম মহানগরীর থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাজার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে মন্তব্য করে এম এ আজিজ বলেন, বর্তমান অনির্বাচিত সরকার জনগণের কথা চিন্তা করে না। সরকারি দলের ব্যবসায়ীরা যা দাবী করে তা ই দিয়ে দিচ্ছে। আজকে প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. হোসেন, বিএনপি নেতা তাজ উদ্দীন, নেজাম উদ্দিন, হাজ্বী ইলিয়াছ, আনোয়ার হোসেন জুনু, মো. বখতিয়ার, মো. আবছার, রিয়াজ উদ্দিন রাজু, আবু রায়হান চৌধুরী, দিদার আলম, আব্দুর রহিম, আলাউদ্দিন, সবুজ গাজী, নেজাম উদ্দিন, আরিফ মিজন, ইলিয়াস, মাহবুব আলম, আজম, নাছির প্রমূখ।











