নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন চট্টগ্রামের জন্য কাজ করে যাবো। নগরের চশমা হিলের নিজ বাসায় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় ও সবার থাথে ফটোসেশন করেন।

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এদিন ছিল জনারণ্য। নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দীনের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলীয় নেতা-কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। অতিথিদের সেমাই, সাদা ভাত, গরু ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়েছে।
এর আগে ঈদের দিন সকালে জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম জামাতে নামাজ আদায় শেষে সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ব্যারিস্টার নওফেল। পরে পিতার কবর জিয়ারত করেন তিনি।











