রমজান-শাওয়াল মাসের চাঁদ দেখতে শিগগিরই উন্নত প্রযুক্তি চালু করছে সৌদি আরব।
সৌদি বাদশা আব্দুলাহ বিন আব্দুল আজিজের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আগামী রমজান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে সহজেই রোজার চাঁদ দেখা যাবে। টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে।
তিনি বলেন, মুসলিমবিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে। মক্কায় চালু হওয়া এ সমন্বিত পর্যবেক্ষণাগার থেকে আগামী রমজান ও শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।