আলহাজ্ব এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি সোমবার বেলা তিনটায় ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফতেয়াবাদ খেলোয়াড় সমিতির আয়োজনে আলহাজ্ব এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব এড বজলুর রশিদ মিন্টু, ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডাক্তার মোঃ কামাল উদ্দীন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর সাবেক জি এম জনাব মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১২ নং ওয়ার্ড ইউপি চেয়ারম্যান জনাব হাসান জামান বাচ্চু, হাটহাজারী সরকারি কলেজ অধ্যাপক জনাব আব্দুল্লাহ আল আহসান লিটন, ফুটবল কোচ আবু সারোয়ার চৌধুরী, রাউজান কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব রায়হান মাহমুদ চৌধুরী, লিটল ফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক জনাব চৌধুরী মোহাম্মদ জসিম, চিলড্রেন গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আসাদুল হক, ফতেয়াবাদ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব এস এম দিদার, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তানভিরুল আলম, জিয়া আমানত মোরশেদ হায়াত নয়ন, মোঃ আবু লাইস, এডভোকেট ইরফান, সরোয়ার জাহান পুতুল, মীর মোশারফ হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আজগর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আলী আরশাদ চৌধুরী। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সালাউদ্দিন আলী নূরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক জনাব জি এ চৌধুরী নয়ন। উদ্বোধনী খেলায় টাই বেকারের মাধ্যমে রামদাশ হাট ফুটবল একাদশ ৩-২ গোলে কিশোয়ান স্পোটিং ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়।