সীতাকুণ্ডে ১১ দোকান ও ৬ গুদাম পুড়ে ছাই

সীতাকুণ্ডের বাজার এলাকায় ১১টি দোকান ও ৬টি গুদাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার কলেজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বিশ্বজিতের ফোমের গোডাউন বেলালের ফোমের দোকান, স্টার লাইব্রেরি, বাবুলের লেপ তোষকের দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে।

এছাড়াও ৬টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। দুই ঘন্টার ভেতর আগুনে পুড়ে যায় ১৭টি দোকান ও গুদামে থাকা মালামাল।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।