রাউজানে গরুর মাংস বিক্রয়ের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই মাংস বিক্রেতার কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে । রাউজান উপজেলার ফকির হাট বাজারে প্রতি কেজি মাংস ৭শত টাকা করে বিক্রয় করার অভিযোগ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ রাউজান থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় । ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট রাউজান ফকির হাট বাজারের মাংস ব্যবসায়ী আবুর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে । রাউজানের মুন্সির ঘাটা এলাকায় মাংস বিক্রেতা জাকের হোসেন ও প্রতি কেজি মাংস ৭শত টাকা করে বিক্রয় করায় তার কাছ থেকে ও ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্টেট জোনয়েদ কবির সোহাগ আজ ৪ মে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানোর পর থেকে মাংস বিক্রেতারা প্রতি কেজি মাংস ৫শত ৫০ টাকা করে বিক্রয় করে ।