দোহাজারিতে বিলে পড়ে গেছে বেপরোয়া গতির বাস। দোহাজারিতে বিলে পড়ে যাওয়া গাড়ির নাম্বার কক্সবাজার জ ১১-০০৩৬। গাড়ির চালক পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে কেউ হতাহত হয়নি।
তবে আলম নামের এক যাত্রী বলেন বাসটি দ্রুত চলতে গিয়ে বাসটি উল্টে যায় এতে ১০জন আহত হয়েছে। আহতদের আশ্-শেফা হসপিটালে নেয়া হয়েছে বলে জানা গেছে।