পটিয়ায় বিএনপির শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিলে এনাম
নিজস্ব সংবাদদাতা,পটিয়া॥
দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, সরকারের কোন কূটকৌশলেই ঐক্যবদ্ধ বিএনপিকে ভাংতে পারবেনা। বিএনপির আগের যেকোন সময়ের তুলনায় এখন অনেক বেশী শক্তিশালী। সরকার বিএনপি ও জনগণের শক্তিকে ভয় পায় বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের দিন রাতে সরকারী আমলা পুলিশের সহায়তায় ভোট ডাকাতি করেছে। আ’লীগ এ দেশের জনগণের উপর আস্থা রাখতে পারেনা। তাই রাতের আধাঁরে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে। তিনি আরো বলেন বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানীর মাধ্যমে তাদের ঘরে পুলিশী হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হস্তক্ষেপসহ বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানী করছে। বেগম জিয়ার মুক্তির সংগ্রাম বেগবান করতে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শুক্রবার বিকেলে পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী, খালেদা জিয়ার মুক্তি ও মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ রহিম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম এসসি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মফজল আহমদ চৌধুরী, বিএনপি নেতা একে এম জসিম উদ্দিন, মঈনুল আলম ছোটন, আবুল ফয়েজ, আইয়ুব আলী, আকতার মেম্বার, আলম মেম্বার, সাইফুদ্দীন আহমদ, মাহবুর রহমান, হারুন উর রশিদ, নুরুল হক মেম্বার, আবদুল মান্নান তালুকদার, আনোয়ার হোসেন বাবুল, রহিম উল্লাহ, কলিম উল্লাহ। ছাত্রদল জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, হামিদুর রহমান পেয়ারু, যুবদল নেতা আবছার উদ্দিন সোহেল, রোকন উদ্দিন, ছাত্রদল নেতা বকতিয়ার সেলিম, মো: সেলিম, হাবিবুর রহমান রিপন, মো: সেলিম।











