ভূলক্রুটিগুলো দূর করে দূর্বার আন্দোলন গড়ে তোলতে হবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়াকে আজ কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সফল আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। একটি ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবোনা, বেগম জিয়াকে মুক্ত করতে পারবোনা। আমাদের সবাইকে সকল মতবিরোধ ভূলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভূলক্রুটিগুলো দূর করে দূর্বার আন্দোলন গড়ে তোলতে হবে।

আজ বুধবার (২৯মে) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মেহাম্মদ নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম হচ্ছে আন্দোলন সংগ্রামের উর্বর ভূমি। সিনিয়র নেতাদের সমন্বয় কমিটি গঠন করে চট্টগ্রাম থেকে বেগম জিয়ার মুক্তি আন্দোলন শুরু করতে হবে। আজ লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা-হামলায় জর্জরিত। জামিনের জন্য প্রতিদিন আদালত পাড়ায় ভিড় করছে হাজার হাজার নেতাকর্মী।  তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা আইনি লড়াইয়ে তাকে মুক্তি করতে পারবোনা। তার মক্ত হওয়া নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর।  সরকার যদি মনে করে বিচার বিভাগকে ঠিক মতো কাজ করতে দিবে তাহলে কালই বেগম জিয়ার মুক্তি হবে।

তিনি আরো বলেন,সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। দেশের মানুষ বিএনপিকে এখনো ভূলে যায়নি। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে বিজয় আমাদের হবেই।

উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নগর ও উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।