নগরের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকায় চোলাই মদ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মদ তৈরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ মে) পশ্চিম শহীদনগর এলাকার ছাফা মারওয়া ভিলা নামক বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।
গ্রেফতার তিনজন হলেন- খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার রঞ্জন চাকমার ছেলে বিপিন চাকমা প্রকাশ লিপিন চাকমা (৩২), লক্ষ্মীছড়ি এলাকার কনক কুমার চাকমার ছেলে রিতন চাকমা (২০) ও একই এলাকার দিনয়সুখ চাকমার ছেলে মিটন চাকমা (২৫)।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) পিটন সরকার বলেন, পশ্চিম শহীদনগর এলাকার ছাফা মারওয়া ভিলার ৫ম তলায় বাসা ভাড়া নিয়ে সেখানে চোলাই মদ তৈরি করছিলেন তারা। কয়েক মাস আগে তারা ওই বাসা ভাড়া নেন। সেখানে তৈরি ৩০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া গেছে।











