চবির ১০০ একর জমিতে বঙ্গবন্ধু হাই-টেক হচ্ছে

হাই-টেক পার্ক প্রতিষ্ঠারফলে এতদঞ্চলের অর্থনীতিতে বিপ্লব সাধিত হবে

চবি‘র সাথে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপাচার্য

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগেচট্টগ্রামবিশ^বিদ্যালয়ে ১০০ একরজমিতেবঙ্গবন্ধু হাই-টেক পার্ক নির্মাণেরলক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষএবংচট্টগ্রামবিশ^বিদ্যালয়ের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২২ মে  সকালে টায়ঢাকাস্থ আগারগাঁরআইসিটিমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষেঅনুষ্ঠিতহয়। চুক্তি স্বাক্ষরঅনুষ্ঠানেচট্টগ্রামবিশ^বিদ্যালয়েরপক্ষেমাননীয়উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরীএবংহাই-টেক পার্ক কর্তৃপক্ষেরপক্ষেহাই-টেক পার্ক কর্তৃপক্ষেরব্যবস্থাপনাপরিচালক (সেক্রেটারী)জনাব হোসনেআরা বেগমস্বাক্ষরকরেন। এ অনুষ্ঠানেবঙ্গবন্ধু হাই-টেক পার্ক বাস্তবায়নের ফোকালপার্সনচবিকম্পিউটারসায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংবিভাগেরসভাপতি ও চবিআইসিটি সেন্টার-এরপরিচালকপ্রফেসর ড. হানিফসিদ্দিকী ও আইসিটিডিভিশনেরউর্ধতনকর্মকর্তাবৃন্দউপস্থিত ছিলেন।
মাননীয়উপাচার্য সমঝোতাস্মারকস্বাক্ষরঅনুষ্ঠানেউপস্থিত হাই-টেক পার্ক কর্তৃপক্ষেরসংশ্লিষ্টসকলকে স্বাগত ও আন্তরিকশুভেচ্ছাজানান। তিনিবলেন, তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধি অর্জনছাড়াআধুনিকবিশে^র নব নবচ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। এ লক্ষ্যে চট্টগ্রামবিশ^বিদ্যালয়কেএকটিবিশ^ মানেরআধুনিকবিশ^বিদ্যালয়েরূপান্তরকরতেবিগতচারবছরে এ বিশ^বিদ্যালয়েএকাডেমিক, প্রশাসনিক ও ভৌতঅবকাঠামোউন্নয়নেঅভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতিসাধিতহয়েছে; যাএখনসকলেরকাছেদৃশ্যমান।মাননীয়উপাচার্য বলেন, ইতোমধ্যে চট্টগ্রামবিশ^বিদ্যালয়প্রশাসনবিশ^বিদ্যালয়এলাকায় দেশেরসর্ববৃহৎবঙ্গবন্ধু হাই-টেক পার্ক নির্মাণেরজন্য ১০০ একরজমিবরাদ্দপ্রদানকরেছে। এই বঙ্গবন্ধু হাই-টেক পার্ক নির্মিতহলেচট্টগ্রামবিশ^বিদ্যালয়শিক্ষক-গবেষকএবংশিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে আরওসমৃদ্ধিঅর্জনছাড়াওএতদঅঞ্চলে দেশি-বিদেশীবিভিন্নপ্রতিষ্ঠানেরবিনিয়োগ যেমনবৃদ্ধি পাবে তেমনিতথ্য-প্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থীদের এবং অত্র এলাকারজনসাধারণেরকর্মসংস্থানেরসুযোগঅবারিতহবে;সর্বোপরিএতদঅঞ্চলের অর্থনৈতিকউন্নয়নেঅভূতপূর্বসমৃদ্ধি অর্জিতহবে। মাননীয়উপাচার্য এ চুক্তি স্বাক্ষরঅনুষ্ঠানেরফলেবঙ্গবন্ধু হাই-টেক পার্ক নির্মাণকাজেরঅগ্রগতি দ্রুতত্বরান্বিতহবেমর্মে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, হাই-টেক পার্ক বাস্তবায়নেরলক্ষ্যে বিগত ১৮ জানুয়ারি ২০১৯ তারিখতৎকালীনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরমাননীয়মন্ত্রীজনাব মোস্তফাজব্বারএবং উক্ত মন্ত্রণালয়েরউর্ধতনকর্মকর্তাবৃন্দ চট্টগ্রামবিশ^বিদ্যালয়এলাকায়প্রস্তাবিতবঙ্গবন্ধু হাই-টেক পার্কেরজন্য চট্টগ্রামবিশ^বিদ্যালয়প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত জমিসরেজমিনেপরিদর্শনকরেন।