সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টু মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে। এ ঘটনায় তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে গতকাল সকালে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী, উপ-পরিদর্শক (এস আই) মো. মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস মিয়া বৃহস্পতিবার রাতে মালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেপ্তার করে। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. আহসানউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।